Skip to main content

Posts

Showing posts from March, 2022

"পাহাড়ি জাতীয়তাবাদ ও নারী প্রশ্ন" প্রসঙ্গেঃ

  উইমেন চ্যাপ্টারে প্রকাশিত ডালিয়া চাকমার লেখা   মুল লেখার লিংক ,👉  এখানে ঢাকা থেকে পার্বত্য চট্টগ্রাম অনেক দূরে! এই দূরত্ব-টা বুজতে মগজ লাগে। সোশ্যাল মিডিয়ায় যা হচ্ছে কিংবা আপনাকে গালি দেওয়া, হ্যারাসমেন্ট করা! এইসব কিন্তু পাহাড় পর্যন্ত পৌছায় না। পৌঁছালেও আপনি কিংবা আমি পাহাড়ের মানুষের কাছে মূল্যহীন। তাঁদের কাছে জীবন সংগ্রাম ই মুখ্য! আমি আপনি তুচ্ছ। আপনাকে যারা গালি দিচ্ছে আর আপনারা যারা  ভিতর থেকে না দেখে সবকিছুই এক-কেন্দ্রিক ভাবেন! আমি মনে করি আপনারা সবাই এক গোত্রের প্রানী।  আপনাকে যারা গালি দিচ্ছে কিংবা হ্যারাসমেন্ট করছে এক সময় এই বর্বর প্রাণীদের সমাজিকভাবেই শাস্তি দেওয়া হত। যখন বাংলাদেশ নামক রাষ্ট্র শাসন শুরু করল তখন থেকেই এরাও শক্তিশালী হয়ে উঠে। পাহাড়ের সামাজিক বা রাজনৈতিক ক্ষমতা হাড়িয়ে যেতে থাকে। অনুরোধ থাকল, যদি সময় হয় জুম ঘরে কিংবা যারা জুম চাষ করে তাঁদের সাথে কয়েক দিন থেকে আছেন। যান্ত্রিক সভ্যতা আর পাহাড়ের সংস্কৃতি আকাশ-পাতাল তফাৎ। এইটা বুজে নেওয়ার দায়িত্ব নিজের আর কারোর নয়। আগে নিজেকে জানুন, আপনি কোথায় থেকে এসেছেন, আপনার আইডেন্টিটি কি? আপনার সংস্কৃতি ...

আরাকানিজ শব্দ ফালৌং (ဖလောင်း)

"ফালৌং" শব্দটি পর্তুগিজদের বুঝাতে ব্যবহৃত আরাকানি শব্দ।  এটি ফার্সি ফারাঙ্গি বা ফিরিঙ্গি শব্দের বিকৃতরূপ, অর্থাৎ ফ্রাঙ্ক, যার অর্থ ইউরোপীয়।  ইউরোপীয়দের বুঝানোর জন্য ব্যবহৃত  এই শব্দটির ব্যবহার এশিয়ায় অনেক পুরনো।  এখন পর্যন্ত, থাইল্যান্ডে, সমস্ত শ্বেতাঙ্গদের "ফালাং" বলা হয়।  বার্মিজরা পর্তুগিজদের "পুতাগে" বা বা-ইন-গি বা ফারিঙ্গি বলে ডাকতো, ফারাঙ্গির অপভ্রংশ।  যাইহোক, Ba-yin-gi এর আধুনিক বার্মিজ অর্থ রোমান ক্যাথলিক খ্রিস্টানদের জন্য।  আরাকানি রাজা মং ফালৌং  আরাকানি রাজা, মং ফালৌং-এর আসল নাম ছিল চিট হ্নাউং (শিট হানাউং) যার অর্থ সর্বশেষ প্রিয় (পুত্র)।  তিনি ছিলেন মং বার্গির (মং বারগরি) কনিষ্ঠ পুত্র এবং সেই দিনে জন্মগ্রহণ করেছিলেন যখন আরাকানি সশস্ত্র বাহিনী পর্তুগিজ নৌবহর ধ্বংস করেছিল এবং দিয়াঙ্গার পর্তুগিজ দুর্গ জয় করেছিল।  এই কারণেই তার পিতা তাকে মং ফালৌং (মং ফালৌং) নাম দেন যাকে মোটামুটিভাবে "পর্তুগিজদের রাজা বা শাসক" হিসাবে অনুবাদ করা যেতে পারে।  বন্দর শহর "ফালৌংশে'"  পরে, কিছু পর্তুগিজ আরাকানিদের মিত্র হয়ে ওঠে এবং আরাকা...