MPO (Monthly Pay Order) কী?
MPO ভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারী প্রতিমাসের বেতন-ভাতার আদেশ কে MPO বলে। সুপারিশকৃত প্রত্যেক শিক্ষকগণের জন্য এটি বাধ্যতামূলক।
কোন মাসে এমপিও আবেদন করা যায়?
ফেব্রু/এপ্রিল/জুন/আগস্ট/অক্টবর/ডিসেম্বর।
কোন প্রক্রিয়ার আপনার পাঠানো ফাইলটি সরকারের EMIS ফাইলে পৌছাবে?
১. প্রতিষ্ঠান হতে মাধ্যমিক শিক্ষা অফিস বরাবরে, অনলাইনে এমপিও আবেদন পাঠানো শেষ সময় এমপিও পূর্ববর্তী মাসের ০৮ তারিখ।
যেমন: সেপ্টেম্বর মাসের এমপিওভুক্তির জন্য এমপিও আবেদন মাধ্যমিক শিক্ষা অফিসে পাঠাতে হবে পূর্ববর্তী মাস আগস্টের ০৮ তারিখের মধ্যে।
২. উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা অফিস হতে আবেদন নিস্পত্তি করে, জেলা শিক্ষা অফিস বরাবরে এমপিও আবেদন অগ্রায়ণ এর শেষ সময় এমপিও পূর্ববর্তী মাসের ১৪ তারিখ।
৩. জেলা শিক্ষা অফিস থেকে আঞ্চলিক উপপরিচালক (মাধ্যমিক) অফিস বরাবরে, এমপিও আবেদন অগ্রায়ণের শেষ সময় এমপিও পূর্ববর্তী মাসের ২১ তারিখ।
৪. আঞ্চলিক উপপরিচালক (মাধ্যমিক) অফিস হতে ইএমআইএস সেলে (EMIS Cell) এমপিও আবেদন অগ্রায়ণ/নিস্পত্তির শেষ সময় এমপিও মাসের ১০ তারিখ।
ফাইল কবে রিজেক্ট করে?
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিস, অনলাইনে আবেদন প্রাপ্তির তিন কার্যদিবসের মধ্য আবদেন নিস্পত্তি করে পরবর্তী পর্যায়ে অগ্রায়ণ অথবা রিজেক্ট করবেন।
কোন ঠিকানায় আবেদন করবেন?
http://emis.gov.bd/EMIS/human-resource (এখানে যেয়ে Human Resource Registration এ ক্লিক করুন) চিত্র- ০১
আর যদি সরাসরি প্রবেশ করতে চান- চিত্র ০২
(স্কুল):http://emis.gov.bd/emis/HRM/EmployeeSchoolRegistration...
(কলেজ):http://emis.gov.bd/emis/HRM/EmployeeCollegeRegistration...
সঠিক তথ্য দিয়ে Submit বাটনে ক্লিক করে নিবন্ধন ফরমটি, প্রতিষ্ঠান প্রধানের নিকট জমা দিতে হবে।
এবার, প্রতিষ্ঠান প্রধানকে প্রথমত EMIS এর হোমপেজ এর ঠিকানা- http://emis.gov.bd/EMIS- ওয়েবসাইটে যেতে হবে। অথবা অথবা http://emis.gov.bd/EMIS/MPO এই ঠিকানায় যেয়ে উপরের Login এ ক্লিক করে দেখবেন সেখানে দুটি বক্স আছে। একটি Username (ইউজারনেম) পরেরটি Password (পাসওয়ার্ড)। এই ইউজারনেম আর পাসওয়ার্ড প্রতিষ্ঠান প্রধানই দিবেন। Username (ইউজারনেম) এই ধরনের হয় MPO_111111 (এই 11111 সংখ্যাগুলোর পরিবর্তে স্কুলের EIIN নং-টা দিতে হবে।)
প্রতিষ্ঠান প্রধান HRM module সাইন ইন করে প্রতিষ্ঠানের ড্যাসবোর্ডে ঢুকলে, নিচের ছবির মত তিনটি অপশন দেখতে পাবেন। চিত্র-০৩
নতুন রেজিস্ট্রেশনকৃত শিক্ষক এর রেজিষ্ট্রেশন অনুমোদন করতে, HRM লেখা অপশনটিতে ক্লিক করুন।
শিক্ষক রেজিস্ট্রেশন অনুমোদন লেখা অংশে ক্লিক করে রেজিস্ট্রেশনকৃত শিক্ষক-কর্মচারীগণের রেজিষ্ট্রেশন অনুমোদন করা যাবে। চিত্র-০৪
শিক্ষক-কর্মচারীগণের জন্য নতুন এ
©
Comments
Post a Comment