👉এটির অপর নাম নেটওয়ার্ক মার্কেটিং। এটি দু উপায়ে ব্যবসা দাঁড় করাই। এক. একটি নির্দিষ্ট এমাউন্টের টাকা দিয়ে মানুষ টু মানুষ রেফার করে। দুই. পণ্য বেচাকেনার মাধ্যমে ও হয়ে থাকে। যেই এমএলএম কোম্পানিগুলো শুধু মানুষ রিক্রুটের মাধ্যমে আপনাকে কিছু টাকা দিতে চায়- সেগুলো অনেকটা আপনার টাকা দিয়ে আপনাকে হালের গরু বানায়। কিভাবে?
- আপনি ১২০০ টাকা দিয়ে মেম্বার হলেন। সেপর কোম্পানি বলবে আপনাকে দুজন শিষ্য আনতে হবে - তারা হবে; ডান এবং বাম। ডান ১২০০ টাকা + বাম১২০০ টাকা = ২৪০০ টাকা দিয়ে আপনার দুজন শিষ্য হলো। সেই ২৪০০ টাকা হতে আপনাকে ২০℅ করে কোম্পানি দেবে যা টোটাল ৪৪০ টাকা আর বাকী ১৯৬০ টাকা হতে আপনার উপরের অন্য বসদের দেয়া হবে ২~৩~৪℅ হারে। সবমিলিয়ে দুজন হতে কোম্পানির লাভ থাকবে ১০০০ টাকা প্লাস। আপনার যে দুজন শিষ্য হবে, আপনি তাদেরকে শিষ্য বানাতে চাপ দিবেন নতুবা আপনার বস আপনাকে চাপ দেবে অন্য ডান - বাম শিষ্য তুলতে। এভাবে আপনি ধরুন ১০০০ জন শিষ্য খুজেঁ পেলেন। তখন শিষ্যদের টোটাল টাকা হবে ১২০০x১০০০ = ১২০০০০০ টাকা। এই টাকা হতে কোম্পনির লাভ হবে ৫০০x১০০০= ৫০০০০০ টাকা বাকী টাকাগুলো কোম্পানি অন্যান্য শিষ্যদের ভাগ করে দেবে।
- এভাবে যেতে যেতে কোন একদিন শিষ্য বানানো টার্গেট ২-৫ লক্ষজন পরিপূর্ণ হলে কোম্পানি বিলুপ্ত হবে। বিলুপ্ত হলে সেসময় শেষান্তে যারা সদস্য হিসেবে আসবে তারা এক টাকা ও কোম্পানি হতে পাবে না। কোম্পানি তখন কমপক্ষে কোটি টাকা হাতিয়ে নিতে পারবে।
- তাই এমএলএম ব্যবসা হলো সম্পূর্ণ বাটপারি ব্যবসা। এ সম্পর্কে অভিজ্ঞ হলেন শিপন ও
Sabiran Chakma । তারা আপনাকে তাদের অভিজ্ঞতা শেয়ার করতে পারবেন।
- যারা এই বাটপারি ব্যবসাতে টাকা দিয়েছেন তাদের বলি কেউ কাউকে মাগনা টাকা দেয় না। বাটপারিরা নিজেদের লাভের জন্য এই ব্যবসার কোম্পানি করে বা খুলে বসেছে। আপনাকে মিনিটে মিনিটে লক্ষ ও কোটি টাকার স্বপ্ন দেখাবে। তাই এই মিথ্যা লোভে আকৃষ্ট না হয়ে সেই ১২০০ টাকা দিয়ে ৩০ টি মুরগি বাচ্চা কিনুন। ৬-৭ মাসে ৩০ x ৩৫০ = ১০৫০০ টাকা পাবেন। সেই টাকাগুলো দিয়ে আরো ১০০ টি মুরগি কিনুন। নতুবা সেই বাটপারি কোম্পানিগুলোকে ভালেদ না করে ১০০ জনে একটি সমিতি খুলুন। প্রত্যকে ১২০০ করে জমা দিন।
- বি:দ্র: পোস্টটি ভালো লাগলে কপি পেস্ট করুন। পাবলিক করছি না তাদের একটি সেন্ডিকেট আছে যারা এ ব্যাপারে লিখলে আইডি রিপোর্ট মারে।
Comments
Post a Comment