Skip to main content

Posts

Showing posts from July, 2020

MLM (multi level marketing) কি?

👉এটির অপর নাম নেটওয়ার্ক মার্কেটিং। এটি দু উপায়ে ব্যবসা দাঁড় করাই। এক. একটি নির্দিষ্ট এমাউন্টের টাকা দিয়ে মানুষ টু মানুষ রেফার করে। দুই. পণ্য বেচাকেনার মাধ্যমে ও হয়ে থাকে। যেই এমএলএম কোম্পানিগুলো শুধু মানুষ রিক্রুটের মাধ্যমে আপনাকে কিছু টাকা দিতে চায়- সেগুলো অনেকটা আপনার টাকা দিয়ে আপনাকে হালের গরু বানায়। কিভাবে? - আপনি ১২০০ টাকা দিয়ে মেম্বার হলেন। সেপর কোম্পানি বলবে আপনাকে দুজন শিষ্য আনতে হবে - তারা হবে; ডান এবং বাম। ডান ১২০০ টাকা + বাম১২০০ টাকা = ২৪০০ টাকা দিয়ে আপনার দুজন শিষ্য হলো। সেই ২৪০০ টাকা হতে আপনাকে ২০℅ করে কোম্পানি দেবে যা টোটাল ৪৪০ টাকা আর বাকী ১৯৬০ টাকা হতে আপনার উপরের অন্য বসদের দেয়া হবে ২~৩~৪℅ হারে। সবমিলিয়ে দুজন হতে কোম্পানির লাভ থাকবে ১০০০ টাকা প্লাস। আপনার যে দুজন শিষ্য হবে, আপনি তাদেরকে শিষ্য বানাতে চাপ দিবেন নতুবা আপনার বস আপনাকে চাপ দেবে অন্য ডান - বাম শিষ্য তুলতে। এভাবে আপনি ধরুন ১০০০ জন শিষ্য খুজেঁ পেলেন। তখন শিষ্যদের টোটাল টাকা হবে ১২০০x১০০০ = ১২০০০০০ টাকা। এই টাকা হতে কোম্পনির লাভ হবে ৫০০x১০০০= ৫০০০০০ টাকা বাকী টাকাগুলো কোম্পানি অন্যান্য শিষ্যদের ভাগ করে দেবে। -...

বৌদ্ধপ্রধান দেশগুলোতে করোনার প্রকোপ কম কেন?

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের সবচেয়ে বড় ধাঁধাটি হয়তো লুকিয়ে রয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়াতে। করোনার উৎস চীন এবং এই মুহূর্তে সংক্রমণের অন্যতম হটস্পট ভারতের একেবারে কাছে হওয়া সত্ত্বেও কম্বোডিয়া, লাওস, থাইল্যান্ড, মিয়ানমারের মতো পুরোপুরি বা আংশিক বৌদ্ধপ্রধান দেশগুলোতে ভাইরাসের প্রকোপ নেই বললেই চলে। এক্ষেত্রে সবার আগে উল্লেখ করতে হয় ভিয়েতনামের কথা। ৯ কোটি ৭০ লাখ জনসংখ্যার দেশটিতে করোনায় কেউ মারা যায়নি; সাত কোটি জনসংখ্যার থাইল্যান্ডে প্রাণহানি ৫৮টি, গত ৪০ দিন ধরে সেখানে স্থানীয়ভাবে কেউ আক্রান্ত নেই; দারিদ্র্যপীড়িত মিয়ানমারে মোট ৩১৭ রোগীর মধ্যে মারা গেছেন মাত্র ছয়জন। এছাড়া কম্বোডিয়া (১৪১ জন আক্রান্ত) এবং ক্ষুদ্র রাষ্ট্র লাওসেও (১৯ জন আক্রান্ত) করোনায় মৃত্যুর রেকর্ড তো নেই-ই, গত এপ্রিল থেকে সেখানে স্থানীয়ভাবে কোনও সংক্রমণও হয়নি। অথচ এদের পাশ্ববর্তী দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়া (আক্রান্ত ৬৮ হাজার, মৃত ৩ হাজার ৪০০) ও ফিলিপাইনে (আক্রান্ত ৫০ হাজার ৪০০, মৃত ১ হাজার ৩০০) এখনও তাণ্ডব চালাচ্ছে করোনাভাইরাস। কারণ কী? সৃষ্টিকর্তার অনুগ্রহের ব্যাখ্যা বাদ দিলে এর পেছনে আরও কিছু কারণ স্পষ্ট হয়ে ওঠে। এক্ষেত্রে ভিয়েত...

একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন দাখিলের জন্য করণীয়ঃ

২০২০-২০২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন দাখিলের জন্য করণীয়ঃ (ক) নিন্মলিখিত নিয়মে আবেদন Submit করতে হবে। ১. টেলিটক/বিকাশ/শিওরক্যাশ/নগদ/ সোনালী ব্যাংক এর আবেদন ফি ১৫০/- টাকা জমা দেওয়ার পর আবেদনকারীকে নির্ধারিত website-এ ( www.xiclassadmi ssion.gov.bd ) যেয়ে “Apply Online” Button -এ ক্লিক করতে হবে;এরপর প্রদর্শিত তথ্য ছকে এসএসসি/সমমান পরীক্ষা পাসের রোল নম্বর, বোর্ড ও পাসের সন এবং রেজিস্ট্রেশন নম্বর দিয়ে সঠিকভাবে এন্ট্রি করতে হবে। আবেদনকারীর দেয়া তথ্য সঠিক হলে তিনি তার ব্যক্তিগত তথ্য ও এসএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত GPA দেখতে পাবেন। ২. এরপর শিক্ষার্থীর Contact Number (ফি প্রদানের সময় প্রদত্ত মোবাইল নম্বর) এবং প্রযোজ্য ক্ষেত্রে কোটা দিতে হবে। ৩. অতঃপর তাঁকে ভর্তিচ্ছু শিক্ষা প্রতিষ্ঠান, গ্রুপ, শিফট এবং ভার্সন Select করতে হবে। এভাবে শিক্ষার্থী সর্বোচ্চ ১০টি (ইন্টারনেট এবং SMS উভয় পদ্ধতি মিলে) সর্বমোট কলেজ/মাদরাসা Select করতে পারবে। এই ফরমে আবেদনকারী তাঁর সকল আবেদনের পছন্দক্রমও নির্ধারণ করতে পারবে। ৪. এরপর আবেদনকারী “Preview Application” Button-এ ক্লিক করলে তার আবেদনকৃত কলেজসমূহের তথ্...