👉এটির অপর নাম নেটওয়ার্ক মার্কেটিং। এটি দু উপায়ে ব্যবসা দাঁড় করাই। এক. একটি নির্দিষ্ট এমাউন্টের টাকা দিয়ে মানুষ টু মানুষ রেফার করে। দুই. পণ্য বেচাকেনার মাধ্যমে ও হয়ে থাকে। যেই এমএলএম কোম্পানিগুলো শুধু মানুষ রিক্রুটের মাধ্যমে আপনাকে কিছু টাকা দিতে চায়- সেগুলো অনেকটা আপনার টাকা দিয়ে আপনাকে হালের গরু বানায়। কিভাবে? - আপনি ১২০০ টাকা দিয়ে মেম্বার হলেন। সেপর কোম্পানি বলবে আপনাকে দুজন শিষ্য আনতে হবে - তারা হবে; ডান এবং বাম। ডান ১২০০ টাকা + বাম১২০০ টাকা = ২৪০০ টাকা দিয়ে আপনার দুজন শিষ্য হলো। সেই ২৪০০ টাকা হতে আপনাকে ২০℅ করে কোম্পানি দেবে যা টোটাল ৪৪০ টাকা আর বাকী ১৯৬০ টাকা হতে আপনার উপরের অন্য বসদের দেয়া হবে ২~৩~৪℅ হারে। সবমিলিয়ে দুজন হতে কোম্পানির লাভ থাকবে ১০০০ টাকা প্লাস। আপনার যে দুজন শিষ্য হবে, আপনি তাদেরকে শিষ্য বানাতে চাপ দিবেন নতুবা আপনার বস আপনাকে চাপ দেবে অন্য ডান - বাম শিষ্য তুলতে। এভাবে আপনি ধরুন ১০০০ জন শিষ্য খুজেঁ পেলেন। তখন শিষ্যদের টোটাল টাকা হবে ১২০০x১০০০ = ১২০০০০০ টাকা। এই টাকা হতে কোম্পনির লাভ হবে ৫০০x১০০০= ৫০০০০০ টাকা বাকী টাকাগুলো কোম্পানি অন্যান্য শিষ্যদের ভাগ করে দেবে। -...